তাসের ঘর নীরা_আক্তার "চলোনা তোমার বাড়ির সবাইকে বলে দিই আমারা বিয়ে করে ফেলেছি। আর কতোদিন এভা
তাসের ঘর
নীরা_আক্তার
পর্বঃ১
"চলোনা তোমার বাড়ির সবাইকে বলে দিই আমারা বিয়ে করে ফেলেছি। আর কতোদিন এভাবে লুকিয়ে রখবো?আর যে পারিনা"
কথাটা বলেই হাউমাউ করে কেঁদে দেয় তনু।পাশেই ঠ্যাই হয়ে দাড়িয়ে আছে রূপ।এই মুহূর্তে
তনুকে ঠিক কি বলবে বুঝতে পারছে না সে।
আজ দিয়ে তাদের বিয়ের ৯৩ তম দিন পূর্ণ হলো
-তনু আমি বলবো কিন্তু তারপর....
কথাটা শেষ করার আগেই হটাৎ সিড়ি দিয়ে কারো উপরে আসার শব্দ পেয়ে তনু চোখ মুছে রূপের পাশ থেকে সরে গিয়ে ছাদের অপর পাশে চলে যায়।উদ্দেশ্য হাতে করে আনা কাপড়গুলো মেলতে হবে।এদিকে রূপ সেখানেই ঠায় দাড়িয়ে আছে।