#বর মশাই।
সম্পুর্ন গল্প।
ইশিকা_ইসলাম_ইশা।
আজ আমার বিয়ে আমাকে যেতে দেন প্লিজ কবির ভাইয়াচুপ একদম চুপ!!! আমার জীবন নষ্ট করে।আমার নীলাকে আমার জীবন থেকে কেড়ে নিয়ে এখন তুই বিয়ে করে নিজের জীবন সাজাবি ভাবছিস!মাহি কবিরের কথায় কিছু না বুঝে চেয়ে আছে।
অসম্ভব মায়াবী দেখতে মেয়েটিকে বধু বেশে সুন্দর লাগছে। কিন্তু তার সৌন্দর্য আর মায়াবী মুখ খানা দেখেও কবিরের কোন মায়া হল না।তেজ নিয়ে বলল,এমন মুখ করে আছিস যেন ভাজা মাছ উল্টিয়ে খেতে জানিস না।তুই যে কষ্ট আমাকে দিয়েছিস তার দশগুণ যদি তোকে ফেরত না দি আমার নাম কবির চৌধুরী না।
আমি কি করেছি???
কবির রেগে মাহির মুখ চেপে ধরে বলে,
আমার জীবন নষ্ট করে এখন।আমার জীবন আমার থেকে কেরে নিয়ে এখন বলছিস কি করেছিস??