শ্রাবনে_প্রেমের_হাওয়া।
লেখনীতে_ফাতিমা_তুয_যোহরা।
- বিয়ের দুই বছর পর আপনি আমাকে ডিভোর্স দিতে চাইছেন রাদিফ?
নাজের কান্নাভেজা কন্ঠস্বর শুনে রাদিফ নাজের উপর আরও রেগে উঠলো যেন। ভ্রুদ্বয় কি'ঞ্চিৎ পরিমান ভা'জ করে মৃদু নিশ্বাস টেনে নিয়ে দাঁতে দাঁত চে'পে ধরে বললো।
--- দেখো নাজ। এই বিয়েতে না তুমি খুশি আছো, না আমি। তাই এই সম্পর্কের মোর আর না আগানোই ভালো আমাদের দুজনের জন্য। বাড়িতে সবাই ঘুমোচ্ছে, এখন তুমি সাইনটা করে বিদায় হও। বাড়ির সবাইকে পরে আমি সবটা বুঝিয়ে বলব।
রাদিফের গম্ভীর কণ্ঠের রেশ শুনে অন্তর স্পর্শ করে গেল যেন নাজের। কান্নারত