||হৃদয়ে_প্রণয়ের_বাস||কবুল বলে বিয়ে সম্পন্ন হতেই বর হনহন করে বেরিয়ে গিয়েছে বাড়ি ছেড়ে। মৃধা নিষ্পলক
||হৃদয়ে_প্রণয়ের_বাস||কবুল বলে বিয়ে সম্পন্ন হতেই বর হনহন করে বেরিয়ে গিয়েছে বাড়ি ছেড়ে। মৃধা নিষ্পলক চোখে কেবল বর রূপী নিশীথের চলে যাওয়াটা#Heart Touching story #Bangla short story
#রোদসী রঙ্গন
কবুল বলে বিয়ে সম্পন্ন হতেই বর হনহন করে বেরিয়ে গিয়েছে বাড়ি ছেড়ে। মৃধা নিষ্পলক চোখে কেবল বর রূপী নিশীথের চলে যাওয়াটাই দেখল। একটু আগেই তো নিশীথের সাথে মৃধার বিয়ে হয়েছে। একটা পবিত্র সম্পর্কে বাঁধা পড়েছে দুজনে। তবে স্বেচ্ছায় না। অনেকটা বাধ্য হয়েই দুইজনকে বিয়েটা করতে হয়েছে! বলা চলে মৃধাকে সমাজের কথার থেকে উদ্ধার করতেই নিশীথ এই বিয়েটা করেছে। তাও বাবার কথায়! মৃধার একমুহুর্তের জন্য নিজেকে অসহ্য মনে হলো এই ভেবে। যে মানুষটাকে সে ভালোবাসল গোপণে সে মানুষটা তাকে কখনো ভালোই বাসেনি।