৪শ' বছরের পুরনো বগুড়ার ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা || মাছের মেলা || Poradoho Mela || fish fair
বগুড়ার গাবতলী উপজেলার পোড়াদহ মেলাটি বহন করছে ৪শ' বছরের ঐতিহ্য। এই মেলায় বিশাল বিশাল মাছ বিক্রি হয়। এ কারণে এটিকে মাছের মেলাও বলা হয়ে থাকে। মেলা উপলক্ষে এলাকার জামাইয়েরা এসে মেলা থেকে বিশাল বিশাল মাছ কিনে শ্বশুর বাড়িতে নিয়ে আসে। আশপাশের গ্রামে গ্রামে চলে মাছ খাওয়ার উৎসব। জামাইদের আনাগোনা হয় বলে এটিকে জামাই মেলাও বলা হয়ে থাকে। আমার আজকের ভিডিও পোড়াদহ মেলা নিয়ে।
Contact email address for sponsorship, affiliate or other business purpose: sumonmcj@yahoo.com
#poradhdo #poradoho_jamai_mela #poradoho_mela #পোড়াদহ #পোড়াদহ_মেলা