"প্রণয়ের অমল কাব্য"♥️(৫ম অংশ)DRM Shohag ঘুমন্ত মাইরার মুখপানে ইরফান অনুভূতিহীন দৃষ্টিতে গম্ভীর..
ঘুমন্ত মাইরার মুখপানে ইরফান অনুভূতিহীন দৃষ্টিতে গম্ভীর মুখায়বে চেয়ে রইল কতক্ষণ,♥️"নিজেও বুঝল না,কে
Writer_Drm_Shohag
Page - DrmShohagHoney
গল্পের নাম:-"প্রণয়ের অমল কাব্য"
ইরফান চোখ সরিয়ে নেয়। শার্টের তিনটে বোতাম খুলে। ঘেমে গিয়েছে। সোফার টেবিলের উপর থেকে এসির রিমোট নিয়ে এসি অন করল। ফ্যানের সুইচ অফ করতে গিয়েও কি মনে করে যেন করল না। ধীরপায়ে এগিয়ে মাইরার মেঝেতে পড়ে থাকা এলোমেলো চুলগুলো বরাবর দাঁড়ায়।
সে যেখানে জামা আর বই রেখে গিয়েছিল সেগুলো সেখানেই আছে। গায়ের শাড়ির অবস্থা বেহাল। ইরফান মাইরার কাজে বিরক্ত হয়।
ফ্যানের হালকা বাতাসে মাইরার মুখের উপর ছোট ছোট চুলগুলো খেলা করে বেড়ায়। ফর্সা, গোলগাল, শান্ত মেয়ের মুখপানে ইরফান অনুভূতিহীন দৃষ্টিতে গম্ভীর মুখায়বে চেয়ে রইল কতক্ষণ নিজেও বুঝল না।
মাইরা ঘুমের মাঝেই নড়াচড়া করে উল্টো হয়ে শুয়ে পড়ে। দু'হাত সামনের দিকে বাড়িয়ে দিলে একহাত ইরফানের দু'পায়ের মাঝ বরাবর গেলেও, আরেক হাত ইরফানের হাঁটুর সাথে লেগে যায়।
মাথার চুলগুলো উল্টো হয়ে নিচের দিকে ছড়িয়ে পড়ায়, মাইরার ঘাড় উম্মুক্ত হয়ে যায়।
ইরফান অদ্ভুদভাবে মাইরার দিকে তাকালো। তার পায়ের সাথে লেগে থাকা মাইরার হাতের দিকে একবার তাকালো। এরপর চোখ তুলে তাকালে মাইরার ফর্সা উম্মুক ঘাড়ের পানে দৃষ্টি পড়লে চোখ সরিয়ে বিড়বিড় করে,
"স্টুপিট।"
এই বলে বেলকনিতে চলে যায়।
এসি প্লাস ফ্যানের বাতাসে মাইরার শরীর ঠাণ্ডা হয়ে গিয়েছে। মেয়েটা ঘুমের মাঝেই নিজেকে গুটিয়ে গুটিশুটি মেরে শোয়। তবুও ঠাণ্ডা কমেনা। বারবার এপাশ-ওপাশ করতে করতে এক পর্যায়ে বিরক্তিতে চোখমুখ কুঁচকে নেয়।