তারিণীপুরের ভাঙন, বাঁধ মেরামত ও সম্প্রীতি || Ganga River Side Village Taranipur
তারিণীপুরের ভাঙন, বাঁধ মেরামত ও সম্প্রীতি || Ganga River Side Village Taranipur
গঙ্গা নদীর ভাঙ্গন কিভাবে তার পার্শ্ববর্তী গ্রামগুলোকে ক্ষতিগ্রস্ত করছে তার একটা খন্ড চিত্র তুলে ধরা হয়েছে এই গ্রামের ভিডিওর মধ্যে দিয়ে। গ্রামটির নাম তারিনীপুর বা তরণিপুর। গ্রামটি অবস্থিত গঙ্গার ঠিক তীরে। গঙ্গার ভাঙ্গন এবং ভাঙ্গন মেরামত বা রোদের জন্য কিভাবে বাদ দেওয়া হচ্ছে সম্পূর্ণ ভিডিওর মধ্যে তুলে ধরা হয়েছে। এর সাথে সাথে দেখানো হয়েছে কিভাবে দুটি সম্প্রদায়ের মানুষ মিলেমিশে গ্রামে বসবাস করে। এছাড়া রয়েছে ভাঙ্গন বাদ দেওয়ার জন্য যে শ্রমিকরা কাজ করে তারা কোথা থেকে আসে এবং কতদিন বাইরে বাইরে থেকে এরা কাজ করে।
🍁ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
#gangariver
#gangasidevillage
#westbengalvillagelife
#westbengalvillage
#gangarivervillage
#traveldocumentary
#village
#villagelife
#villageocumentary
#travel
#travelwithrajesh