রাস্তার পাশের ভোরের বাজার হতে আজ বাড়ীর বাজার করলাম | Rural Village Market in BD
রাস্তার পাশের ভোরের বাজার হতে আজ বাড়ীর বাজার করলাম | Rural Village Market in BD
উল্লাপাড়া উপজেলার বগুড়া পাবনা মহাসড়কের পাশে অবস্থিত পাইকপাড়া বাজার। এটি একটি সকালের বাজার। খুব সকাল হতে মহাসড়কের পাশে বাজার বসে এবং খুবই অল্প সময়ের মধ্যে বাজার শেষ হয়ে যায়। সকালবেলা কৃষকেরা তাদের উৎপাদিত টাটকা শাকসবজী এবং হাঁস মুরগী বাজারে নিয়ে আসেন। সেই সঙ্গে এই বাজারে পাওয়া যায় গাভীর টাটকা দুধ। আজ সকালে আমি চলে এসেছি পাইকপাড়া বাজার। বাজার ঘুরে আজকের বাজারটা এখান থেকে সেরে নিলাম।
Follow me on Instagram: https://www.instagram.com/tuhintraveler