MENU

Fun & Interesting

পিতার দিব্যি পালনে ৩৮ বছর বনবাসে অসহায় দম্পতি || সম্পূর্ণ বিদ্যুৎহীন জীবন || Khoyramari Char

Travel with Rajesh 8,936 lượt xem 4 months ago
Video Not Working? Fix It Now

কলকাতার কাছে এত বড় চরের বাস করে মাত্র দুজন। একটি পরিবার বৃদ্ধ এবং বৃদ্ধা। এটি অবস্থিত চাকদা-র ঠিক উল্টোদিকে জিরাটের খয়রামারিতে। চারটির নাম খয়রামারি চর।

দীর্ঘ ১৫ বছর আগে বাবার একটি দিব্যির কারণে ঘর ছাড়েন এই দম্পতি। তারপর থেকে মাতৃভূমি পুরুলিয়া ছেড়ে এই চড়ে এসে বাসা বেঁধেছিলেন এই দম্পতি। একাধিকবার তাদের বাড়ি ভেঙে চলে গেছে গঙ্গার গর্ভে। সম্পূর্ণ বিদ্যুৎহীন জীবনযাপন করেন তারা। এমনকি এখানকার সঠিক ভারতীয় পরিচয় পত্র নেই তাদের। বৃদ্ধ এবং বৃদ্ধা লোকের জমিতে শ্রম দিয়েই তাদের সংসার চালান।

বাড়ি বলতে চারিদিকে বেড়া এবং বাসের চটা দেওয়া। উপরের ত্রিপল টানানো। ঘরের মাটির মেঝের ওপরেই একটি প্লাস্টিক পেতে রাত্রে শয়ন করেন। মাঝে মাঝেই সাপ এবং শিয়াল ঢুকে পড়ে বাড়িতে। বর্ষার সময় নদীতে যে দুটো চারটে মাছ পাওয়া যায় তাই দিয়েই রান্না করেন। প্রতিকূল পরিস্থিতিকে সঙ্গী করেই বেঁচে রয়েছেন এই দুজন মানুষ।

আজকে এই ভিডিওর মধ্যে তাদের জীবন যাপন একটি সুন্দর উপস্থাপনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

🍁 ভিডিওটির ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই মানুষগুলোকে আপনি সাহায্য করতে চাইলে অবশ্যই করতে পারেন। তার পদ্ধতি আমি ভিডিওর মধ্যে বলে দিয়েছি। পরিশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।


#islandlife
#charlife
#gangariver
#gangarivervillage
#maaganga
#ganga
#riversidevillage
#travel
#travelwithrajesh

Comment