রমজানে দরিদ্র অসহায়দের মাঝে শুকনা খাবার উপহার
রমজানে মাসে আমাদের নিয়মিত প্রচেষ্টা থাকে গ্রামের দরিদ্র অসহায় জনগোষ্ঠী ও দরিদ্র বিধবাদের শুকনা খাবার উপহার দেওয়। আজও কিছু দরিদ্র মানুষের হাতে রমজানের শুকনা খাবার উপহার দেওয়ার ইচ্ছাতেই, প্রথমে আমাদের বাজার হতে প্রয়োজনীয় পন্য সংগ্রহ করতে হবে। নিত্য পন্য সংগ্রহ শেষে আমরা আজ দশ জন অসহায় দরিদ্র মহিলাকে সেগুলি উপহার তুলে দিলাম রোজা পালনের উদ্দেশ্যে।
Follow me on Instagram: https://www.instagram.com/tuhintraveler
Email: tuhin_designer@yahoo.com
Contact: 01717-821712