Carrier, It's not a joke! Not a game. ক্যারিয়ার ছাড়্রা কোন ব্যক্তির স্বত্বাকে কল্পনা করা যায় না। সে ব্যক্তি সোসাইটির জন্য, রাষ্ট্রের জন্য কোন ভ্যালু রাখে না। আবার ক্যারিয়ারের চিন্তায় বিভোর হয়ে দ্বীন তথা আল্লাহর বিধানকে ভুলে যাওয়া অনেক বড় অপরাধ। অনেকে ক্যারিয়ারের জন্য নিজের সম্মান, পরিবার ও ধর্মকে বিসর্জন করে দেন, কিন্তু আমাদের ক্যারিয়ার ভাবনা হওয়ার ছিলো সাহাবীদের মতো (রা.)।
ক্যারিয়ার সাজাতে হবে আল্লাহর বিধান অনুযায়ী, যেখানে উপস্থিত থাকবে দ্বীনকে ছড়িয়ে দেওয়ার অধম্য স্পৃহা। যে ক্যরিয়ারের প্রত্যেকটি অংশ হবে দ্বীনের জন্য। আপনার ক্যারিয়ার গঠনের আইডল ইলন মাস্ক না, আপনার আইডল উসমান ইবনে আফফান (রা.)।