ইলম অর্জনের মূলনীতি | Abdullah Al Masud | Ramadan Audience Meet Up 2023
ইলমের গুরুত্ব এমন যা অর্জন করার জন্য কুরআনে বর্ণিত দুআ হলো: "রাব্বি জিদনী ইলমা"। ইলম বান্দার প্রতি আল্লাহর এক বিশেষ অনুগ্রহ। আল্লাহকে ভয়ের ক্ষেত্রে ইলম অর্জনকারী আলেমকে সবচেয়ে অগ্রগন্য হিসেবে আল কুরআনে উল্লেখ করা হয়েছে। নির্দিষ্ট পরিমাণ ইলম অর্জন করা প্রত্যেক মুমিন নারী-পুরুষের উপর ফরয। আল্লাহ প্রদত্ত গুরুত্বপূর্ণ এই নিয়ামতটি অর্জন করতে কেনা চায়। কিন্তু ইলম অর্জনের কিছু গুরুত্বপূর্ণ মৌলিক নীতিমালা ও আদাব আছে। সেই আদাব ও নীতিমালা গুলো নিয়েই এই আয়োজন। ইলম অর্জনের এই সফরে আপনাকে স্বাগতম।