খাটো জাতের ভিয়েতনামি নারকেল চাষে বাণিজ্যিক সম্ভাবনা
সম্পূর্ণ ভিডিও- https://youtu.be/briTTs9qYds
========================
আমাদের দেশে ফল হিসেবে নারকেলের গুরুত্ব অনেক। নারকেলের কোনো কিছুই ফেলনা নয়। পানি থেকে শুরু থেকে নারকেলের শাঁস সবই অসাধারণ পুষ্টিগুণসম্পন্ন খাদ্য।
এছাড়া নারকেলের ছোবড়া, নারকেলের মালা বা ওপরিকাঠামো, নারকেলের পাতা সবকিছুরই উপযোগিতা ও বাণিজ্যিক গুরুত্ব রয়েছে।
সত্যিকার অর্থে নারকেলের মতো ফলের গাছ যে নিয়মিত পরিচর্যা দাবি রাখে সে বিষয়টি নিয়ে কার্যত আমরা তেমন ভেবে দেখিনি। আমাদের দেশের মাটিই নারকেলের ফলনে র জন্য উপযোগী এমন বিশ্বাসে নারকেল গাছ রোপন করেই যুগ যুগ ধরে আমরা ফলনের আশা করে থাকি।
Facebook: https://facebook.com/shykhseraj
YouTube: https://www.youtube.com/shykhseraj
Twitter: https://www.twitter.com/shykhseraj
Instagram: https://instagram.com/shykhseraj
Linkedin: https://linkedin.com/in/shykhseraj
#SSERAJ #ভিয়েতনামী #নারকেল