#প্রেম_এসেছিলো_নীরবে
গল্পের ১ম অংশ
#সাদিয়া_জাহান_উম্মি
মাত্র ১৬ বছর বয়সে বিয়ের পিরিতে বসতে হবে জানা ছিলো না প্রাহি'র।অঝোড়ে কাঁদছে মেয়েটা।আঘাতের চিহ্ন এখনো হাতে পায়ে কপালে দেখা যাচ্ছে।কোনরকম ব্যান্ডেজ করা।শরীরের কোথাও কোথাও হয়তো রক্তক্ষরন ও হচ্ছে।এই রক্তাক্ত শরীরেই বেনারশি গায়ে জড়ানো মেয়েটার।সে বিয়েতে রাজি না।কিন্তু আজ মা, বাবা না থাকায় তার মতামতের কোন দাম নেই কারো কাছে।