এক ঘর মানুষের সামনে আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলেন ঈশান ভাইয়া, উনি তো আমার স্বামী! ছয়মাসের স্বামী..
https://youtu.be/SLfioqpjGSk?si=-EvZd-SUptAk8GXo
https://youtu.be/m0pohK3PZeY?si=AkuSOMEdqdydbKxx
আমি একটা মুচকি হাসি দিয়ে ওয়াশ রুম থেকে চলে আসতে নিলে পেছন থেকে হেচকা টানে তার কাছে আনলো । যার ফলে আমার পিঠ গিয়ে বারি খেল ঈশান ভাইয়ার বুকের সাথে, উনার সাথে আমিও ভিজে একাকার হয়ে যাচ্ছি। ঈশান ভাইয়া আমার চুলে মুখ ডুবিয়ে দাঁড়িয়ে আছেন,তার সাথে আমিও আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে আছি। এই মূহুর্তে আমার মধ্যে অদ্ভুত একটা অনুভুতি হচ্ছে,আমি শত চেষ্টা করেও নিজের জায়গা থেকে এক বিন্দুও নড়তে পারছি না। একটু পর হঠাৎ তার কিছু একটা মনে পড়তেই ঈশান ভাইয়া আমাকে ছেড়ে দিয়ে মাথা নিচু করে ওয়াশ রুম থেকে বের হয়ে গেলেন, যাওয়ার সময় শুধু বললেন,
---"তুই চেঞ্জ করে নে,আমি পরে আসছি।"
ডাইনিং টেবিলে আমি, খালামণি, ঈশান ভাইয়া একসাথে বসে ব্রেকফাস্ট করছি। আজ বাবাই বাসায় নেই,বাবাই অফিসের একটা কাজে কালই ঢাকার বাইরে গেছেন, খাওয়ার সময় খালামণি আমাকে উদ্দেশ্য করে বললো,
---"অন্তী, আজ থেকে আর ঈশানকে তুই ঈশান ভাইয়া বলে ডাকবি না,শুধু ঈশান বলে ডাকবি।"
---"খালামণি,কি বলছো তুমি? ঈশান ভাইয়াকে ভাইয়া বলে ডাকাটাতো আমার জন্মের পর থেকে অভ্যাস।"
---"অভ্যাস পাল্টাতে হবে,কারণ তোরা এখন স্বামী-স্ত্রী, আর ঈশান তুই ও অন্তীকে আর তুই তুকারি করবি না,এখন থেকে তুমি বলে ডাকবি।"
---"তুমি বলতে হবে কেন? ও আমার থেকে সাত বছরের ছোট, আমি ওকে তুমি বলে ডাকতে পারবো না।"
---"তুমি তো কি হয়েছে,ও এখন তোর স্ত্রী,তোর অর্ধাঙ্গিনীর,স্ত্রীকে সম্মান করতে শিখ।"
খালামনির কথার প্রতিত্তরে ঈশান ভাইয়া আর কিছু বললাম না, চুপচাপ খাবার খেতে লাগলো, আমিও চুপচাপ খাচ্ছি,খাওয়া শেষ হলে আমি খালামনিকে উদ্দ্যেশ করে বললাম,