আজ অনেক দিন পর দেশে ফিরছি।গ্রাজুয়েশন কমপ্লিট করার জন্য দেশের বাইরে চলে যাই স্কলারশিপ নিয়ে। তা ছাড়াও একটা কারন ছিলো দেশের বাইরে যাওয়ার, সেটা না হয় পরেই বললাম। পরিবারের কেউই জানেনা আমি আসছি বাংলাদেশে সেটা। আসলে সবাইকে সারপ্রাইজ দিবো বলে আর বলিনি।আচ্ছা মা,বাবা আর ভাইয়া ভাবির রিয়েকশন কেমন হবে! আমাকে হঠাৎ দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে! মা তো মনে হয় আবেগে কেদেই দিবে। কি জানি? হয়তো আবার একদম শকড খাবে আমাকে দেখে।
গল্প :এক_চিলতে_ভালবাসা
লেখায়_আরজুমান_তাশা